রাজবাড়ীতে নিরাপদ ও উচ্চ মূল্যের সবজি চাষে জৈব সার ব্যবহারের গুরুত্ব বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট( ইফাদ) অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন ফরিদপুরের সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি পেইস প্রকল্প।
সবজি ব্যবসায়ী মোঃ মিলনুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সহীদ নূর আকবর।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, এসডিসি’র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ লিয়াকত আলী, এসডিসি’র সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর মো. রাজু আহমেদ, মো: শাহিনুর আলম ও মো. জহুরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন।
আয়োজিত কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সার-কীটনাশক, বীজ দোকানী, কৃষক, সবজি ব্যবসায়ীদের ২০জন সদস্য অংশ গ্রহণ করেন।