মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা সহ প্রমুখ। ইউনিয়ন পরিষদের সচিব মো. তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
অর্থ বছরের মোট আয় ২ কোটি ০৮ লক্ষ ৪২ হাজার ৫ টাকা এবং মোট ব্যয় ২ কোটি ৮লক্ষ ১৬ হাজার ৮০৫ টাকা ধরা হয়েছে। এতে করে ২৫ হাজার ২শ টাকা উদ্ধৃত্ত থাকবে।