কুরআনের পাখিদের সাথে আমরা’ প্রতিপাদ্যে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ‘লাভলী গ্লামারাস’ উদ্যোগে প্রায় ৪০জন শিক্ষার্থীদের মাঝে পোশাক, জুতা সহ খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন শপিং ‘ লাভলী গ্লামারস্’ এর পরিচালক মেহেরুন নেছা লাভলী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাভলী গ্লামারাস্’ এর পরিচালক মেহেরুন নেছা লাভলী, বিমান বাহিনীর কর্মকর্তা(অব:) দেওয়ান ছারোয়ার হোসেন, আলহাজ্ব নিজামউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মো. আনিছুর রহমান, অব: সরকারি কর্মকর্তা দেওয়ান আবু সাঈদ আহমেদ, সুরাজ মোহিনী ইনষ্টিটিউট(স্কুল এন্ড কলেজ)’র সাবেক অধক্ষ্য মো. সিরাজ উদ্দিন বিশ্বাস, কামালদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পরিচালক হাফেজ মাওলানা মো. মাহাবুবুর রহমান সহ প্রমুখ।
লাভলী গ্লামারাস্’ এর পরিচালক মেহেরুন নেছা লাভলী বলেন, ৬ষ্ঠ বারের ন্যায় রাজবাড়ীর কামালদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি, পাজামা, পাগড়ি, নুরানী কুরআন শিক্ষা বই, জায় নামাজ, ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আল্লাহ তালা আমাদের তৈফিক দিলে আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
ফেসবুকে অনলাইন শপিং পেজ ভিজিট লিংক : https://www.facebook.com/lovelyglamorouss