রাজবাড়ীতে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১ উদ্ধোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কেটে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্ধোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌস সহ প্রমুখ।
এসময় রাজবাড়ী জেলার ৫টি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।