‘মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের (৪-১০ এপ্রিল) শুভ উদ্ধোধন ও জেলেদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাজবাড়ীর পদ্মা নদীর পাড় গোদার বাজার এলাকায় সামাজিক দূরত্ব রেখে অনুষ্ঠানে আয়োজন করেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি।
রাজবাড়ীর সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামিমা আক্তার, মোস্তফা কামাল ও মিজানপুর ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান সহ প্রমুখ।
উদ্ধোধন অনুষ্ঠান শেষে পদ্মা নদীতে জেলেদের সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।