করোনা পরিস্থিতির কারণে সরকারি নির্দেশে চলতি বছরের ১৮ মার্চ থেকে দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৭ মাস পর শুক্রবার থেকে রাজবাড়ী সদর উপজেলার সাধনা সিনেমা হল ও কালুখালী উপজেলার বৈশাখী সিনেমা হলটি আবার চালু হলেও দেখা মিলছে না দর্শকের।
সোমবার সরেজমিন রাজবাড়ীর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সাধনা সিনেমা হলে গিয়ে এ চিত্র দেখা যায়। চালুর প্রথম দিন থেকেই নেই দর্শক। সিনেমা হলের মালিকসহ কেয়ারটেকাররা সেখানে চা খেয়ে অলস সময় পার করছেন।
এছাড়াও রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশন এলাকার ঐতিহ্যবাহী বৈশাখী সিনেমা হলটি কর্তৃপক্ষ চালু করলেও সেখানেও নেই কোনো দর্শক।
সাধনা সিনেমা হলের মালিক ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনা মেনে টিকিট বিক্রি করছেন। ৪টি শোর মধ্যে ১টি শো চালানো হলেও সোমবার চারজন দর্শক হয়েছেন। তবে দর্শকদের সিনেমা হলমুখী করার জন্য প্রচার মাইকিংয়ের। এ বিষয়ে সরকারিভাবে লিখিত একটি কপি আজ হাতে পেয়েছি।