কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।
২৮শে সেপ্টেম্বর, সোমবার বিকালে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমারখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হাসান রিন্টু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুন-অর-রশিদ, যুবলীগ নেতা কুটিন বিশ্বাস সহ যুবলীগের নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।