রাজবাড়ীর কালুখালীতে উপজেলার ৩শত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজী বীজ বিতরণ করা হয়েছে।
১৬ই সেপ্টেম্বর, বুধবার সকালে কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিনা মূল্যে সবজী বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম বীজ বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, উপ সহকারী বীজ সংরক্ষণ কর্মকর্তা রাম কৃষ্ণ সেন, উপ সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়নের ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রত্যেককে ১২ প্রকার করে শাক-সবজীর বীজ বিতরণ করা হয়।