রাজবাড়ীর কালুখালী উপজেলাতে বন্যা কবলিত অঞ্চলের কৃষকদের মাঝে ডাল বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২ সেপ্টম্বর, বুধবার সকালে কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেন।
কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নুরুল আলম কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
এসময় বন্যা কবলিত রতনদিয়া ইউনিয়ন, কালিকাপুর ইউনিয়নের ৫০ জন কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাশকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ রেজাউল করিম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাম কৃষ্ণ সেন প্রমুখ।