স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইন্তেকাল করছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এম.এ. খালেক। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন ।
আজ ২৯ আগস্ট ২০২০ ইং , শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে তিনি রাজধানী ঢাকার বিআইএইচএস জেনারেল হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
উল্লেখ্য অ্যাডভোকেট এম.এ. খালেক করোনার উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা প্রদান করলে ১৬ আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। শুরুতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বিআইএইচএস হাসপাতাল এ আইসিইউ তে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোলে তার পারিবারিক কবরস্থান এ তাকে দাফন করা হবে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।