স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস মোকাবেলায় রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ৪৪টি মসজিদে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পরিষদ চত্ত¡রে এ চেক বিতরণ করা হয়।
প্রত্যেক মসজিদ কমিটি সভাপতি/সম্পাদকের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস।
সদর উপজেলার নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এসময় মুলঘর ইউনিয়নের ৪৪টি মসজিদের সভাপতি/সম্পাদক ও ইমামগন উপস্থিত ছিলেন।